গুরুগ্রাম থেকে গ্রেফতার মোর্চার ৩ শীর্ষনেতা, অল্পের জন্য হাতছাড়া রোশন গিরি
ওয়েব ডেস্ক: দিল্লি লাগোয়া গুরুগ্রাম থেকে ৩ শীর্ষ মোর্চা নেতাকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। মোর্চা নেতা রোশন গিরিও ছিলেন একই ঠিকানায়। অল্পের জন্য তিনি হাতছাড়া হয়েছেন বলে দাবি সিআইডি গোয়েন্দাদের।
আরও পড়ুন - নজর রাখছে দল, মুকুল নিয়ে মুখ খুললেন পার্থ
এদিন গুরুগ্রামে অভিযান চালিয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ডিকে প্রধান, তিলক চাঁদ রোকা ও টিপি ওলা। এর মধ্যে ডিকে প্রধান দার্জিলিং পুরসভার পুরপ্রধান। গ্রেফতার হওয়া তিন নেতাই মোর্চার চরমপন্থী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে সিআইডি। গোয়েন্দাদের দাবি, সিকিমে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে হাজির ছিলেন তিন নেতাই।
ধৃত ৩ নেতা ৬ জুন দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক চলাকালে গণ্ডগোলেও যুক্ত ছিলেন বলে প্রমাণ মিলেছে বলে দাবি সিআইডির। ধৃতদের শনিবার গুরুগ্রামের স্থানীয় আদালতে পেশ করা হবে। তার পর তাঁদের আনা হবে কলকাতায়।