নিজস্ব প্রতিবেদন: ভাইফোঁটা দিয়ে বোনের ছেলের বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মাসি এবং বোনপোর। গুরুতর জখম আরও এক। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপ লাগোয়া পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার শ্রীরামপুর জোড়াবটতলায়। মৃত নমিতা ঘোষ এবং বাপি ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শুভেন্দুর সঙ্গে বৈঠক TMC শীর্ষনেতার, জানালেন মনোমালিন্যর কারণ


ঘটনায় গুরুতর জখম দেবাশীষ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন ঘোলাপাড়ায় ভাইফোঁটা দিতে এসেছিলেন নমিতা ঘোষ। ফোঁটা সেরে তিনজন একটি বাইকে  নাদনঘাট থানার কোড়াপুরে যাচ্ছিলেন এরা। শ্রীরামপুর জোড়াবটতলা কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। মৃত্যু হয় দুজনের।