নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্রপুরে ভুল চিকিত্সায় শিশুমৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় আয়ুর্বেদিক চিকিত্সক। ভুয়ো ডাক্তারের চিকিৎসায় মৃত্যু সাড়ে তিন বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় এলাকা। ভাঙচুর চালানো হয় ফার্মেসী। খবর পেয়ে ঘটনাস্থল খুড়িগাছি থেকে অলোক কুমার মন্ডল নামে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিস। জেরায় ভুল চিকিৎসার কথা শিকার ধৃতের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নানুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে


সোনারপুর ব্লকের কামরাবাদ পঞ্চায়েত এলাকার গঙ্গাজোয়ারা ক্ষুদিরামপল্লীর বাসিন্দা সাড়ে তিন বছরের রাবীজিৎ পুরকাইত। শরীর খারাপ হওয়ায় মায়ের হাত ধরেই পায়ে হেঁটে ডাক্তার খানায় আসে সে। আসার সঙ্গে সঙ্গেই তাকে স্যালাইন ও একাধিক ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। তারপর উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিস বাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাচ্ছার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।