বাসুদেব চট্টোপাধ্য়ায়: পুকুরে তখন স্নান করছিলেন মহিলারা। মোবাইলে ছবি তুলতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক! তারপর? বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলল গণপিটুনি। বাকি দুই অভিযুক্ত পলাতক। ঘটনাস্থল, আসানসোলের সালানপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Dengue Death: এবারও সেই নদিয়া! রাজ্যে ডেঙ্গির বলি আরও ১


ঘটনাটি ঠিক কী? গ্রামে কিংবা মফঃস্বলে এখনও পুকুরেই স্নান করে মহিলারা। সঙ্গে চলে গল্প-গুজবও। এদিন দুপুরে সালানপুরের এথোড়া গ্রামে একটি পুকুরে স্নান করছিলেন স্থানীয় মহিলারা। অভিযোগ, তাঁদের অজান্তে সেই পুকুরের বাড়িতে হাজির হন ৩ যুবক। এরপর পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলতে যান তাঁরা।



এদিকে ঘটনা নজরে পড়ে যায় গ্রামবাসীদের। একজন ধরে ফেলেন তাঁরা। বাকি দু'জন বাইকে চেপে পালিয়ে যায়। যে যুবককে ধরা পড়ে যায়, তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত তিন যুবকেরই বাড়ি পাটনায়। ওই এলাকায় একটি কারখানায় কাজ করেন তাঁরা।


আরও পড়ুন: আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটে গ্রেফতার বাংলার তিন যুবক



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)