ওয়েব ডেস্ক: ভয়কে জয়। প্রতি পদে সাহসের পরিচয়। লড়াই অসম। তবু হার না মানার জেদ। এগুলিই পরিচয়, মুর্শিদাবাদের কন্যাশ্রী যোদ্ধাদের। সমাজের সামনে তাঁরা এক অনন্য দৃষ্টান্ত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদ জেলা মানেই নারী পাচার থেকে... তারা এলাকার অতন্দ্র প্রহরী হয়ে উঠেছে। সলিড টিম। সংখ্যায় বত্রিশ। সকলেই এক সে বরকর এক। এদের এতদূর পৌছনর পিছনে, রয়েছে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। হরিহরপাড়ার বাড়িতে বাড়িতে এক কাহিনী। মেয়ের বয়স বারো কী চোদ্দ হয়েছে, ওমনি বসিয়ে দাও বিয়ের পিঁড়িতে। প্রথা হয়ে দাঁড়ায় এটাই। বিরুদ্ধে কিছু বললেই, সমাজের রক্তচক্ষু। এমন অবস্থায় দাঁড়িয়ে এরা যুগিয়েছে লড়াইয়ের সাহস। প্রতিবাদের সুর এরাই। 


স্কুলের বন্ধুবান্ধব, চেনা পরিচিতদের কাছ থেকেই বাল্যবিবাহের খবর পেয়ে যান কন্যাশ্রী 'যোদ্ধা'রা। যেখানে অন্যায়-অবিচার, সেখানেই ছুটে যায় এই লড়াকু বাহিনী। সমাজের প্রতি দায়বদ্ধতা। সুস্থ সমাজের জন্যই লড়াই। যুদ্ধ জারি। তবে নিজেদের পড়াশোনার দিকেও সমান নজর এদের। এবার মাধ্যমিক দিয়েছে ফজিলা। গায়ের জোরে তারও বিয়ের বন্দোবস্ত করেই ফেলেছিল পরিবার। কিন্তু রুখে দাঁড়ায় সে। পাশে দাঁড়ায় কন্যাশ্রী যোদ্ধারা। কত পথ পেরিয়ে, আজ সে নিজেও সেই লড়াইয়েরই যোদ্ধা। 


এক গ্রাম থেকে আরেক গ্রাম। দল বেঁধে পৌছে যায় এরা। সচেতনতা বাড়নোর লক্ষ্যে ব্রতী এই কন্যাদল। পাশে দাঁড়িয়েছেন বিডিও। স্বেচ্ছাসেবী সংস্থা সিনি(CINI) সহ, প্রশাসনের সকলেই এগিয়ে এসেছে সাহায্যে।