নিজস্ব প্রতিবেদন : বঙ্কিম সেতুতে মাছ ব্যবসায়ী খুন কাণ্ডে চারজনকে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার বাগনান ও বর্ধমান থেকে দফায় দফায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


খুনের ঘটনার পর গত শুক্রবার অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের সাথে গুলির লড়াই হয়। গুলি চালিয়ে পালিয়ে যায় গুলাব খান ও তার সঙ্গীরা। এরপর ওই গ্যাং এর চারজন ধরা পড়ে পুলিশের জালে। শুক্রবার ভোররাতে খুন হন মাছ ব্যবসায়ী তারক ভুঁইয়া।


আরও পড়ুন, সরকারি প্রকল্পে বাড়ি তৈরিতে ১০ হাজার টাকা কাটমানি! স্বীকার ২ তৃণমূল নেতার


সাইকেলে করে আড়ত থেকে মাছ আনতে যাচ্ছিলেন তারক ভুইঞাঁ। আচমকাই তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। তারক ভুইঞাঁর কাছে হাজার পাঁচেক টাকা ছিল। সেই টাকা লুঠ করতে গেলে বাধা দেন তিনি। সেসময়ই টাকা ছিনিয়ে নিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা