ওয়েব ডেস্ক : জেটির জীর্ণদশা নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের। এমনকি এনিয়ে আদালতের কড়া নেড়েও লাভ হয়নি। হুঁশ ফেরেনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জেলা পরিষদের। হুগলির তেলেনিপাড়া জেটিতে দুর্ঘটনা তাই ঘটারই ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তথ্য বলছে, ২০১৬-র সেপ্টেম্বরে জেলা পরিষদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন  গেট বাজারের বাসিন্দা প্রদীপ আগরওয়াল। তারপরও যে ব্যস্ততম এই ঘাট নিয়ে বিন্দুমাত্র সময় খরচ করেনি পুরসভা বা জেলা পরিষদ, গতকালের দুর্ঘটনার পর তা স্পষ্ট।


তেলেনিপাড়ায় এখনও নিখোঁজ বহু মানুষ। জেলা প্রশাসন সূত্রে খবর, রাত পর্যন্ত ২১ জনের খোঁজ মেলেনি। NDRF আধিকারিকরা জানিয়েছেন, আর কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আজ সকালে ফের তল্লাসি শুরু করেন NDRF কর্মীরা। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে ৪ ইজারাদারকে।


আরও পড়ুন, ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি, মৃত ৩, নিখোঁজ বহু