নিজস্ব প্রতিবেদন: জ্বরের দোসর এবার করোনা! শিলিগুড়ি ও জলপাইগুড়িতে যেদিন জ্বরে মৃত্য়ু হল ৩ শিশুর, সেদিন মালদহে কোভিড আক্রান্তের তালিকায় নাম উঠল ৪ জনের। নতুন করে আক্রান্ত হলেন ১৩ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ-র বিপদ কাটেনি এখনও। প্রাপ্তবয়স্কদের টিকাকরণ কর্মসূচি যখন চলছে জোরকদমে, তখন আবার জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। একজনের বাড়ি ধূপগুড়িতে, আর আর একজনের ময়নাগুড়িতে। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি হাসপাতালে মারা গেল আরও ২ জন। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অবস্থা তথৈবচ। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৩ জন শিশু। মারা গিয়েছে ১ জন। 


আরও পড়ুন: Jalpaiguri: পরকীয়া! যুবককে ফোন করে ডেকে এনে 'পিটুনি'


জ্বরে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে মালদহেও। জেলায় নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে আবার ৪ শিশু! ২ জনের বয়স ১ বছর, আর বাকি ২ জনের ৮ বছর ও ১ মাস। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে কলকাতায় শুরু হচ্ছে  জাইকভ-ডি (ZyCoV-D) টিকার ট্রায়াল। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের পরীক্ষামূলকভাবে জাইকভ-ডি টিকার ২ টি ডোজ দেওয়া হবে পিয়ারলেস হাসপাতালে।  


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)