সুতপা সেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও একবার বিধাননগরের কমিশনার বদল। চারদিনে ৪ জন কমিশনার বদলের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। গতকাল অর্থাত্ মঙ্গলবার ভরতলাল মিনাকে পুলিস কমিশনার পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। ২৪ ঘণ্টা কাটার আগে তাঁকে সরিয়ে দেওয়া হল। ভরতলাল মিনার জায়গায় এলেন লক্ষ্মীনারায়ণ মিনা।         


ভোটের মাঝে বিধাননগরের তত্কালীন পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিংকে অপসারিত করেছিল নির্বাচন কমিশনা। ভোট মেটার পর ২৬ মে অর্থাত্ রবিবার জ্ঞানবন্তকে পুনর্বহাল করে নবান্ন। 



ঠিক ২৪ ঘণ্টা পর আবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, জ্ঞানবন্ত সিংকে এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হচ্ছে। তাঁর বদলে বিধাননগরের সিপি হচ্ছেন নিশাত পারভেজ। 



মঙ্গলবার নিশাতকে সরিয়ে বিধাননগর কমিশনারেটের কমিশনার পদে বসানো হয় ভরতলাল মিনাকে। সেই ভরতলালও টিকতে পারলেন না। তাঁর জায়গায় আনা হল লক্ষ্মীনারায়ণ মিনাকে। ভরতলাল মিনা থেকে গেলে শিলিগুড়ি কমিশনারেটের ডিআইজি পদে।