নিজস্ব প্রতিবেদন : ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ জনের। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে ডালখোলার পূর্ণিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে জানা গিয়েছে,  এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ যাত্রীবোঝাই একটি অটো ডালখোলা রেলগেট থেকে পূর্নিয়া মোড়ের দিকে যাচ্ছিল। পূর্নিয়া মোড়ের কাছে অটোটি পৌঁছতেই শিলিগুড়ির দিক থেকে একটি ট্রাক প্রচণ্ড গতিতে অটোর সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটি। ঘটনাস্থলেই ৪ অটোযাত্রীর মৃত্যু হয়। অটোর বাকি যাত্রীরা দুর্ঘটনার ফলে মারাত্মক জখম হয়েছেন। তাঁদের ইসলামপুরে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  


আরও পড়ুন, নিমতায় তৃণমূল নেতা খুনে উত্তরপাড়া থেকে গ্রেফতার মুর্শিদাবাদের 'সুপারি কিলার'


মৃতদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিস জানিয়েছে, মৃতরা সকলেই সম্ভবত বিহারের বাসিন্দা। অটোটিরও রেজিস্ট্রেশনও বিহারের। পুলিস ঘাতক ট্রাকটিকে আটক করেছে। দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।