নিজস্ব প্রতিবেদন : করোনায় হটস্পট দেশের কোন কোন জেলা? সেই তালিকা প্রকাশ করল কেন্দ্র। তালিকায় নাম আছে মোট ১৭০টি জেলার। কেন্দ্রের প্রকাশিত সেই তালিকায় পশ্চিমবঙ্গেরও ৪ জেলার নাম রয়েছে। কলকাতা সহ হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার নাম রয়েছে তালিকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, মঙ্গলবারই দ্বিতীয় দফায় আরও ১৯ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ৩ মে পর্যন্ত চলবে লকডাউন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন মোদী। দ্বিতীয় দফায় আরও বেশি সতর্কতার সঙ্গে লকডাউন মেনে চলার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।


একইসঙ্গে গতকালই মোদী বলেন, স্থানীয় স্তরে করোনা আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে। হটস্পটগুলির উপর কড়া নজর রাখতে হবে। নতুন হটস্পট যেন তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি জেলায় কড়া নজরদারি চালানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।


এরপরই আজ দেশের 'করোনা হটস্পট' ১৭০ জেলার তালিকা প্রকাশ করল কেন্দ্র। উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১, ৯৩৩। প্রাণ হারিয়েছেন ৩৯২ জন। এরমধ্যে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ১৩২ জন। মৃত ৭।


আরও পড়ুন, লকডাউনে সারছে 'রোগ', গুণগত মানে পানীয় জলের সমতুল্য এখন গঙ্গার জল!