নিজস্ব প্রতিবেদন : নিজেদের পরিচয় দিয়েছিল রেলের অফিসার হিসেবে। কিন্তু সবটাই ছিল ভুয়ো। ভুয়ো পরিচয় দিয়ে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবসা ফেঁদে বসেছিল ৪ জন। শেষমেশ পর্দাফাঁস প্রতারণা চক্রের। পুলিসের জালে অভিযুক্তরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেলের অফিসার পরিচয় দিয়ে সরকারি চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণায় ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিস ৷ বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বেলিয়াডাঙায় অভিযান চালায় পুলিস। সেখান থেকেই গ্রেফতার করা হয় মহম্মদ নাসির আরাফত, গৌতম ঘোষ, গোপীনাথ নস্কর ও উত্তম দেবনাথ ৷ ধৃতদের মধ্যে দুজন মালদার বাসিন্দা ৷ বাকি দুজন দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা।


প্রাথমিক তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, সরকারি চাকরিতে নিয়োগের নামে একটি চক্র সক্রিয় ছিল। সারা রাজ্য জুড়েই এই চক্রের জাল বিছানো ছিল। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ১০০টি ফর্ম উদ্ধার করেছে পুলিস। অভিযোগ, ফর্ম পিছু ১ লাখ টাকা নেওয়া হত। অর্থাৎ চাকরিপ্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন, 'আগে ৩ লাখ দিন, তারপর ভর্তি', শেষে অ্যাম্বুল্যান্সের মধ্য়েই পড়ে থেকে মৃত্যু করোনা রোগীর