অরূপ লাহা: রথের মেলার কীভাবে ভেঙে পড়ল নাগরদোলা? মালিক-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিস। শুধু তাই নয়, দুর্ঘটনার পর মেলায় নাগরদোলাও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের মেমারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন উঠে গিয়েছে। বিধিনিষেধের কড়াকড়িও আর নেই। করোনা আতঙ্ক কাটিয়ে রথযাত্রায় ফের উৎসবের আমেজ বাংলায়। কোভিড পর্বে ২ বছর বন্ধ ছিল। এবছর মেলা বসেছে মেমারির রসুলপুরে।


আরও পড়ুন: Malda Bus Accident: মালদহে রাস্তার পাশে উল্টে গেল ছাত্রবোঝাই স্কুলবাস, আহত বহু


গতকাল শুক্রবার সন্ধ্যায় পর ভিড় বাড়ছিল রথের মেলায়। তখন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাগরদোলা। গুরুতর আহত হন ৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। আঘাত অবশ্য তেমন গুরুতর নয়। রাতেই হাসপাতাল থেকে ছাড়া পান ওই ৪ জন।



কীভাবে ঘটল এমন বিপত্তি? প্রত্যক্ষদর্শী শুভঙ্কর নন্দী জানিয়েছেন, নাগরদোলাটি চালু হতেই বেল্ট ছিঁড়ে যায়। মাটিতে ছিটকে পড়েন বেশ কয়েকজন। গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হল নাগরদোলাটির মালিক-সহ ৩ জনকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)