নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুম এখনও চলছে। সবে কেটেছে আলোর উৎসব। তার মাঝে পর পর ৫ দিনে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের ৫ চিকিৎসকের। এনিয়ে আজ, বুধবার পর্যন্ত মোট ৭২ জন চিকিৎসকের মৃত্যু হল করোনায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার লেক গার্ডেনের বাসিন্দা অনিকেত নিয়োগী। পেশায় চিকিৎসক। বয়স ৩৫। কোভিডে আক্রান্ত হয়েছিলেন অনিকেতবাবু। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।


গতকাল, মঙ্গলবার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরামবাগের চিকিৎসক মদন রায়ের। তাঁর বয়স হয়েছিল ৭৮। 


আরজিকর মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মিত্র। করোনা হয়েছিল তাঁর। চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর।


সোমবার চুঁচুড়ার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুরোগ বিশেষজ্ঞ দ্বিজদাস সোমের। বয়স হয়েছিল ৬৮। ডিসান হাসপাতালে মৃত্যু হয়েছে চিকিৎসক মেঘনীল বোসের।


এনিয়ে বুধবার পর্যন্ত ৭২ জন চিকিৎসক হারাল বাংলা। চিকিৎসক সংগঠনগুলির আশঙ্কা, কোভিড সেরে উঠছে। তারপর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।


আরও পড়ুন- বাংলায় ভোটের হাওয়া পালে টানতে ভরসা নেতাজি-আবেগ!