Mecheda: মিষ্টির দোকানের সামনে খেলছিল ৫ বছরের মেয়ে! কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে মৃত্যু
শরীরের সমগ্রটাই প্রায় ঝলসে যায়।
নিজস্ব প্রতিবেদন : খেলতে খেলতে মিষ্টি দোকানের কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে গিয়ে মৃত্যু হল ৫ বছরের এক শিশুকন্যার। মৃতার নাম অঙ্কিতা গোস্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদাতে।
জানা গিয়েছে, মেচেদার শান্তিপুর বিদ্যাসাগর পল্লিতে বাড়ি অঙ্কিতার। বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়িচালক। মেচেদায় একটি চিলড্রেন পার্ক রয়েছে। সেই চিলড্রেন পার্কের সামনে একটি মিষ্টির দোকান রয়েছে। ওই মিষ্টির দোকানের সামনেই ৩১ ডিসেম্বর দুপুরে খেলছিল ৩ শিশু। সেইসময় খেলতে খেলতেই ৫ বছরের ছোট্ট অঙ্কিতা মিষ্টির দোকানের কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে। ফুটন্ত জলে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ওই শিশুকন্যা। তার শরীরের সমগ্রটাই প্রায় ঝলসে যায়।
গুরুতর জখম অবস্থায় ওই শিশুকন্যাকে প্রথমে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৪ তারিখ সেখানে ছোট্ট অঙ্কিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরই আজ পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে মিষ্টি দোকানে ভাঙচুর চালায়। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় মিষ্টি দোকান কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন, মর্মান্তিক! হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে আগুনের 'শরণ', পুড়ে মৃত্যু ২ বৃদ্ধার
Covid 19: নবান্নের নির্দেশে আসরে খোদ পুলিস সুপার, আক্রান্তদের বাড়ি পৌঁছে দিলেন খাবার