Covid 19: নবান্নের নির্দেশে আসরে খোদ পুলিস সুপার, আক্রান্তদের বাড়ি পৌঁছে দিলেন খাবার
প্রশাসনকে পাশে পেয়ে চোখে জল প্রৌঢ়ের।
![Covid 19: নবান্নের নির্দেশে আসরে খোদ পুলিস সুপার, আক্রান্তদের বাড়ি পৌঁছে দিলেন খাবার Covid 19: নবান্নের নির্দেশে আসরে খোদ পুলিস সুপার, আক্রান্তদের বাড়ি পৌঁছে দিলেন খাবার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/05/360520-paiguri.jpg)
নিজস্ব প্রতিবেদন: আর দেরি নয়। নবান্নের নির্দেশে এবার আসরে নামলেন খোদ পুলিস সুপার (SP)। জলপাইগুড়িতে করোনা আক্রান্ত (Covid Patient) পরিবারগুলির খোঁজ খবর নিলেন তিনি। বাড়িতে পৌঁছে দিলেন খাবারও।
রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার পার। রাজধানী শহরে যখন পজিটিভি রেট সবচেয়ে বেশি, তখন জেলাগুলিতে সংক্রমিত বহু মানুষ। গতকাল, মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। পুলিসের সাহায্যে আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্য়াকেটে থাকবে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার। এমনকি, প্রয়োজনে ওষুধও।
আরও পড়ুন: পর পর বাতিল ভোরের ট্রেন, তালদি ও ঠাকুরনগরে অবরোধ বিক্ষুদ্ধ যাত্রীরা
এদিন জলপাইগুড়িতে জেলায় বিভিন্ন ব্লকের ২০ করোনা আক্রান্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পুলিস। জলপাইগুড়ি শহর ও লাগোয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের খোঁজ খবর নিলেন পুলিস সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিস সুপার ও পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়ও।
আরও পড়ুন: Covid 19 Positive: NRS, ন্যাশনাল মেডিক্যাল কলেজে শতাধিক করোনা আক্রান্ত, কলকাতার CBI দফতরে পজিটিভ ১৩
জলপাইগুড়ি শহর লাগোয়া পান্ডাপাড়ায় থাকেন সুভাষ চট্টোপাধ্য়ায়। করোনা আক্রান্ত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। খবর পেয়ে এদিন ওই প্রৌঢ়ের বাড়িতে যান পুলিস সুপার। পরিবারের হাতে যখন খাবার তুলে দেন, তখন চোখের জল ধরে রাখতে পারেননি সুভাষ।