নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার PM CARES তহবিলকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। পিএম কেয়ার্সের টাকা জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলে ট্রান্সফারের জনস্বার্থ মামলা খারিজ করেছে শীর্ষ আদালত। আর তারপরেই সাংবাদিক সম্মেলনে এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"দেশের করোনা মোকাবিলা দুর্বল করতে কোনও সুযোগ ছাড়ছেন না তিনি," রাহুলের ব্যাপারে এদিন বলেন রবিশঙ্কর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পিএম কেয়ার্স ফান্ডে কোনও দুর্নীতি নেই। সম্পূর্ণ স্বচ্ছ এই তহবিল। সেই সঙ্গে তিনি বলেন, এনডিএ সরকারের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। 


করোনা মোকাবিলার স্বার্থে গঠিত পিএম কেয়ার্সের তহবিলের টাকা দেশের উপকারে ব্যবহৃত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রবিশঙ্কর জানান পিএম কেয়ার্স থেকে- 


১. মোট ৩,১০০ কোটি টাকা করোনা মোকাবিলায় খরচ করা হয়েছে। এর মধ্যে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় শুধুমাত্র ভেন্টিলেটরের জন্য। পিএম কেয়ার্স থেকে ৫০,০০০ ভেন্টিলেটর কেনা হয়েছে। 


২. ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় পরিযায়ী শ্রমিকদের জন্য। এই টাকা বিভিন্ন রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করার উদ্দেশ্যে দেওয়া হয়। 


৩. করোনা ভ্যাকসিনের গবেষণায় দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। 


শুধু রবিশঙ্করই নন, এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর সরব হয়েছেন বিজেপি জাতীয় সভাপতি জে পি নাড্ডাও। তিনি টুইট করেন, "সুপ্রিম কোর্টের এই রায় রাহুল গান্ধী ও তাঁর ভাড়া করা সমাজকর্মীদের অভিসন্ধিতে বড়সড় আঘাত।"


অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের পর পিএম কেয়ার্স তহবিলের 'স্বচ্ছতা অপ্রকাশিত রয়ে গেল' বলে আক্ষেপ প্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি লেখেন, পিএম কেয়ার্স ফান্ড জনগণের টাকার তহবিল হলেও সেটি স্বচ্ছ নয়, নিজের অস্বচ্ছ নিয়মে গড়ে উঠেছে সেটি। 


আরও পড়ুন : 'ডাক্তাররা কিচ্ছু জানে না, ওদের থেকে কম্পাউন্ডাররা ভালো', বিতর্কিত মন্তব্য শিবসেনা নেতার