নিজস্ব প্রতিবেদন : কিছুতেই কমছে না প্লাস্টিকের ব্যবহার। এরফলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। পরিবেশ বাঁচাতে এবার কড়া উদ্যোগ নিল প্রশাসন। দিঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল জেলা প্রশাসন। দিঘায় এবার প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সৈকত শহর দিঘাতে আরও কঠোরভাবে এবার নিষিদ্ধ করা হল প্লাস্টিক। কোনও ব্যবসায়ী, হোটেল এমনকি পর্যটকরাও যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেএকথা জানিয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদ। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।


আরও পড়ুন, যুবসমাজের কথা বলবে 'উইকেন্ডে সূর্যোদয়', জনসংযোগ বাড়াতে সিনেমার শরণ আলিমুদ্দিনের


মাইক হাতে একের পর এক বাজার ঘোরেন তিনি। ফলও মিলেছে হাতেনাতে। অভিযান চলাকালীন ধরা পড়ে কড়কড়ে পাঁচশো টাকা গুনতে হল অনেককেই। পরিবেশ বাঁচানোর এই প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।  প্লাস্টিক নামক দূষণ থেকে দিঘাকে বাঁচাতে সচেতন করা হচ্ছে পর্যটকদেরও।