চিত্তরঞ্জন দাস: ড্রেনে ভাসছে ৫০০ টাকার নোট! কে আগে কুড়োবে? স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল। নিমেষে উধাও টাকা। হুলস্থুল কাণ্ড দুর্গাপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকল থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছিল দুর্গাপুরে। ঘড়িতে তখন প্রায় ৭টা। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে, কাঁকসার কালিনগরে ড্রেনে ভেসে আসছে একে পর এক ৫০০ টাকা নোট! খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।


 



বৃষ্টির মধ্যেই টাকা কুড়াতে নর্দমার পাশে জড়ো হন বহু মানুষ। যতগুলি নোট ভেসে এসেছে, ততগুলি নোটই কুড়িয়ে নেন তাঁরা। কিন্তু নর্দমায় টাকা এল কোথায় থেকে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন: Elephant At Ration shop: রেশনের জন্য বারবার দুয়ারে হাতি, তটস্থ চা বাগান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)