নিজস্ব প্রতিবেদন: নতুন লাইন পাতার জেরে তিন দিনে বাতিল ৫৪ জোড়া ট্রেন। এর ফলে শিয়ালদহ-রানাঘাট শাখায় যাত্রীরা চরম দুর্ভোগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর পাশে নাম! মানহানির অভিযোগ দায়ের তৃণমূল বিধায়কের


শুক্রবার এই শাখায় বাতিল করা হয়েছে ১৭ জোড়া ট্রেন। শনিবারও বাতিল হয়েছে ১৬ জোড়া ট্রেন। এই ভোগান্তি চলবে রবিবার পর্যন্ত। এদিন বাতিল করা হবে ২১ জোড়া ট্রেন। যাত্রীদের দাবি ট্রেন চলাচল স্বাভাবিক রাখাই মূল কাজ। সেটা করুক রেল।


এতদিন পর্যন্ত কাকিনাড়া স্টেশনে ছিল ৩টি প্লাটফর্ম। ৪ নম্বর প্লাটফর্মের কাজ শেষ। এবার তিন ও চার নম্বর প্লাটফর্মের মধ্যে সংযোগের জন্য লাইন পাতার কাজ চলছে। একইসঙ্গে হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। ফলে সেখানে ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে।


আরও পড়ুন-অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এনআরএস হাসপাতালে


ট্রেন বাতিলের ফলে বহু স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, কোনও খবর না দিয়েই ট্রেন বাতিল করা হয়েছে। কখন ট্রেন ছাড়বে তাও বলা হচ্ছে না। এভাবে যাত্রীদের অসুবিধা করা ঠিক নয়।


এদিকে রেল দফতর ট্রেন বাতিলের আগাম নোটিশ দিলেও যাত্রীরা তা মানতে নারাজ। তাদের দাবি, ট্রেন চলাচল স্বাভাবিক রেখেই রেলের কাজ হোক।