পেপারমিলের কুয়োয় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু
উত্তর চব্বিশ পরগনার হাজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা। পেপারমিলের কুয়োয় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদন: উত্তর চব্বিশ পরগনার হাজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা। পেপারমিলের কুয়োয় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু।
জানা গিয়েছে, পেপারমিল চত্বরের ভিতরে রয়েছে একটি কুয়ো। সেখানে বিভিন্ন পদার্থকে পচানো হয়। বৃহস্পতিবার সন্ধে থেকে মিলের পাম্পে সমস্যা হচ্ছিল। কী সমস্যা হয়েছে, তা দেখতে এবং পাম্প ঠিক করতে দুই শ্রমিক ওই কুয়োর ভিতর নেমে পড়েন। কুয়োয় নামার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন তাঁরা।
আরও পড়ুন : রিষড়া জুটমিলে ১৫০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা, তল্লাশিতে সিবিআই
অসুস্থ বোধ করতে থাকায় দুই শ্রমিকই পড়ে যান কুয়োর জলে। তাঁদের বাঁচাতে আরও চার শ্রমিক কুয়োয় নেমে পড়েন। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কেউ উঠে না আসায় সন্দেহ বাড়তে থাকে। তত্ক্ষণাত্ দমকলে খবর দেয় মিল কর্তৃপক্ষ।
দমকলকর্মীরা এসে দেখেন ছয় শ্রমিকই কুয়োর জলে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁরা ছয় শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত ঘোষণা করা হয়। দমকল অফিসাররা জানিয়েছেন, কুয়োর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ছয় শ্রমিক হলেন অশোক বোড়াল, বিজয় বর্মা, অমিত যাদব, উদয় রাজ, মিঠুন ও মহম্মদ নাজিম।
আরও পড়ুন : আসানসোলে যেতে বাধা বাবুল-লকেটকে; পথে আটকাল পুলিস