নিজস্ব প্রতিবেদন : তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে আহত ছয় বছরের শিশু। বোমার আঘাতে আহত হয়েছে ওই শিশুটি। আহত শিশুটির নাম মিতালি মণ্ডল। বোমার আওয়াজ শুনে স্কুলের বাইরে বেরিয়ে আসতেই জখম হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিতালি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে ঘিরে শনিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে মেদিনীপুর সদর ব্লকের খাঁগাড়ডিহিতে। পুলিসের সামনেই চলে বোমাবাজি। বিজেপি অভিযোগ, তাদের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল কর্মী, সমর্থকরা। সংঘর্ষের জেরে জখম হয়েছেন ৫ জন বিজেপি কর্মী। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


আরও পড়ুন, 'জয় শ্রী রাম' বলায় বিজেপি কর্মীকে মারধর, ধারালো অস্ত্রের কোপ! কাঠগড়ায় তৃণমূল


জানা গিয়েছে, জখম শিশু মিতালি মণ্ডল খাঁগাড়ডিহি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সংঘর্ষের সময় স্কুলেই ছিল সে। বোমার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। আর তখনই বোমার আঘাতে পায়ে চোট পা সে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিস বাহিনী। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন।