ওয়েব ডেস্ক: পাহাড়ে নিয়ে কড়া রাজ্য প্রশাসন । পরিস্থিতি মোকাবিলায় আরও ৭ পুলিস অফিসারকে পাঠানো হচ্ছে পাহাড়ে। নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। এই ৭ পুলিস অফিসারের মধ্যে ৪জনই IPS । ৩ জন রাজ্য পুলিসের আধিকারিক। এঁরা হলেন,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এস যাদব, IPS


এ কাদিয়ান, IPS


ওয়াই রঘুবংশী, IPS


ভাবনা গুপ্তা, IPS


আজহার তৌসিফ


রাহুল পাণ্ডে


অভিষেক ঘোষ


পাতলেবাসেও মোতায়েন করা হয়েছে আরও ৩ কোম্পানি সেনা।


অন্যদিকে, উত্তপ্ত পাহাড়। একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ উঠছে মোর্চার বিরুদ্ধে। গত রাতে লোধামায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হামলা হয়। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে রিমরিকেও বিদ্যুত্‍ দফতরেও আগুন লাগানো হয়। আগুন লাগানো হয় গয়াবাড়ি স্টেশনেও। মোর্চার পাল্টা দাবি, ভাঙচুর বা আগুন লাগানোর ঘটনায় তাঁরা যুক্ত নন। তাঁরা গণতান্ত্রিক আন্দোলন করছেন, চক্রান্ত করে এ ধরনের ঘটনায় তাঁদের নাম জড়ানো হচ্ছে।


ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে, কে কে জায়গা পেলেন জানুন


সচিন তেন্ডুলকরের পর এবার যুবরাজের কাছে বিশ্বকাপ দাবি করলেন সৌরভ গাঙ্গুলি