নিজস্ব প্রতিনিধি : স্কুলে মিড ডে মিল রান্নার কড়াইয়ে পরে গুরুতর আহত হল এক ছাত্রী। শিক্ষিকাদের খামখেয়ালীপনাতেই এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের। মালদার রতুয়া থানা এলাকার চাঁদমুনি রোশনপুরের এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃতীয় শ্রেণীর ছাত্রীটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোশনপুর শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্রী সোহানা খাতুনের বয়স ৭বছর। এলাকার প্রায় ২৫০ খুদে পড়ুয়ারা এখানে পড়াশোনা করে। রোজকার মতো সোমবারও স্কুলে যায় শিশুরা। দুপুর নাগাদ স্কুলের সামনে ফাঁকা জায়গায় খেলছিল শিশুরা। সেই সময় ঠিক তার পাশেই চলছিলো মিড ডে মিল রান্নার কাজ।  হঠাৎই সেই রান্নার কড়াইয়ে পরে যায় ছোট্ট সোহানা। শিশুটির চিৎকারেই ছুটে এসে তাকে উদ্ধার করে শিক্ষিকারা।


এরপর আহত সোহানাকে রতুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সাত বছরের শিশুটি। জানা যাচ্ছে, সোহানার শরীরের একাধিক জায়গা পুড়ে গেছে। এই বিষয়ে স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে রতুয়া থানা ও রতুয়া ১ নং বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে আহত ছাত্রীর পরিবার। পরিবারের দাবি শিক্ষিকাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।