নিজস্ব প্রতিবেদন : খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটছে উত্তর দিনাজপুরের ইটাহারে। মৃতের নাম রজনী হালদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহারের তালবাড়ি এলাকার বাসিন্দা রজনী হালদার। বাবা মন্টু হালদার পেশায় ভ্যানচালক। শনিবার বছর নয়েকের রজনীকে মা ঘরের পুজো দিতে বলেন। কিন্তু মায়ের কথায় পুজো দিতে রাজি হয়নি রজনী। এরজন্য ছোট্ট রজনীকে একটু বকাবকিও করেন মা।


এরপরই বাড়ি থেকে বেরিয়ে খেলতে চলে যায় রজনী। বাড়ির পাশেই ছিল একটা কদম গাছ। সেখানেই কাপড় দিয়ে দোলনা বানিয়ে দুলছিল রজনী। আচমকা সেই দোলনার কাপড়েই রজনীর গলায় ফাঁস আটকে যায়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে ঝুলে পড়ে সে। দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।


আরও পড়ুন, গ্যাস লিক করেই বিস্ফোরণ কেষ্টপুরে! কিন্তু পাইপ 'কাটল' কীভাবে? কারণ ঘিরে ধোঁয়াশা


তাঁকে উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে শিশুটিকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে রেফার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার রাতে চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইটাহারের তালবাড়ি এলাকায়৷