নিজস্ব প্রতিবেদন : স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৯০ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের মাদারবনি জুনিয়র বেসিক স্কুলে। পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এলাকাবাসীদের অভিযোগ, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে যায়। সেই খিচুড়ি খেয়েই স্কুলে একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যথা, বমি শুরু হয়ে যায়। দ্রুত তাদের স্থানীয় রতনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অসুস্থদের দেখতে সেখানে যান জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। চিকিত্সকদের দাবি, খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে ততটা হয়নি। তাই বড় ধরনের বিপদ হয়নি। তবে আতঙ্কে অনেকেই অসুস্থ বোধ করতে থাকে।


এদিকে, খাবারে টিকটিকি পড়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, ''বিষয়টি নজরে আসতেই খাবার ফেলে দেওয়ার কথা বলা হয়। তবে, ততক্ষণে অনেকেই বেশকিছুটা খাবার খেয়ে ফেলেছিল। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কীভাবে ঘটল এই ঘটনা।'' 


আরও পড়ুন- বিস্কুটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ধৃত যুবক