নিজস্ব প্রতিনিধি: ফের ডুয়ার্সের চা বাগান থেকে অজগর উদ্ধার। এবার সাপ উদ্ধার হল মাল ব্লকের ডামডিম চা বাগান থেকে। সকালে বাগানে কাজ করতে গিয়ে সাপটির সন্ধান পান শ্রমিকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চা বাগানের শ্রমিক ছোটন চন্দ বলেন, "আজ সকালে চা বাগানে এক আবাদি এলাকায় সাপটিকে শ্রমিকেরা দেখতে পান। শ্রমিকরাই সাপটি কে উদ্ধার করেন। পরে সেটিকে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে।" প্রায় ১২ ফুটের অজগরটিকে চা বাগান থেকে খোলা মাঠে নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে তাদের হাঁস, ছাগল ছানা গায়েব হয়ে যাচ্ছিল। অনুমান, এই অজগরের পেটেই গিয়েছে সেগুলি।


আরও পড়ুন- 'টুইটারে ফিরলেন' ঋতব্রত, ধন্যবাদ জানালনে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন-কে


সাপটিকে উদ্ধার করে মালবাজার বনবিভাগে খবর দেন চা শ্রমিকরা। বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানানো হয়েছে, সাপটি সুস্থ। তাকে ফের গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন- চৈতন্য পরিকরের সাধনস্থলে সাড়ে ৪০০ বছরের প্রাচীন বৈষ্ণব মেলা শুরু


অজগর উদ্ধার হওয়ার পর ডামডিম চা বাগানের আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের দাবি, ডামডিম চা বাগানে আরও বেশ কয়েকটি অজগর রয়েছে। বনকর্মীরা তল্লাশি চালালেই খোঁজ মিলবে। অক্টোবরে শিলিগুড়ির ফুলবাড়িতে এমনই একটি মৃত অজগরের খোঁজ পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা যায় পাইথনটি।