দেবজ্যোতি কাহালি: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা! ফের মৃত্যু কোচবিহারে। সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন। প্রাণ গেল বিজেপি কর্মীর। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | Debangshu Bhattacharya: 'তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!' ভিডিয়ো ঘিরে ঝড় সোশ্যালে


জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম জয়ন্ত বর্মন। তুফানগঞ্জের বাসিন্দা ছিলেন তিনি। কীভাবে মৃত্যু? বিজেপি জেলা সভাপতি সুকুমার বলেন, 
জয়ন্ত বর্মন ভোটের আগের দিন, যখন ভোটের প্রচারে বেরিয়েছিল। ফেরার সময়ে তৃণমূলের হার্মাদরা তাঁকে মাথায় আঘাত করে। ফেরার সময়ে তৃণমূলের হার্মাদরা তাঁকে মাথায় আঘাত করে। ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিল'।


গুরুতর আহত অবস্থায় ওই বিজেপিকে প্রথমে ভর্তি করা হয় তুফানগঞ্জ হাসপাতালে। এরপর বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। শেষে কোচবিহারের মেডিক্যাল কলেজে আনার পর, মৃত্যু হয় জয়ন্তের।


এদিকে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, 'বিজেপি বরাবর তৃণমূলের দিকেই আঙুল তোলে। যেকোনও মানুষ খুন হলেই তাঁকে বিজেপি কর্মী বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা। যেকোনও মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুলিস তদন্ত করছে। তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়'।



আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: মামা বিজেপি কর্মী, ভোটে জিতে ভাগ্নেকে মার! অভিযোগ অস্বীকার শাসক দলের


পঞ্চায়েত ভোট ঘোষণার থেকেই উত্তপ্ত কোচবিহার। ভোটে প্রচারে তখন জেলায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলে 'আক্রান্ত' হন তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীরা। ব্যবধান ঘণ্টা দেড়েকের। ভেটাগুড়িরই সিঙ্গিজানি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন বাড়ি ও গাড়িতে ভাঙচুর চলে! এবার মৃত্যু হল বিজেপি কর্মীর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)