নিজস্ব প্রতিবেদন: শনিবার দুপুরে টীটাগড়ে বোমাবাজির অভিযোগ ওঠে। টীটাগড়ের এমজি রয়াদ অঞ্চলে ঘটেছে এই ঘটনা। বিস্ফোরণে জখম হয়েছে ৪ বছরের এক শিশু। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দুপুরের নিজের বাড়ির সামনে খেলতে খেলতে রাস্তার উল্টোদিকে চলে যায়। সেই সময়েই হঠাতই বিকট আওয়াজ শোনা যায় ওই অঞ্চলে। এলাকার বাসিন্দারা ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। 


আরও পড়ুন: Arjun Singh: এবার অর্জুনের পরিবারে জ্যোতিপ্রিয়-পার্থর থাবা! 'অস্বস্তি'তে বারাকপুরের BJP সাংসদ


আরও পড়ুন: Municipal Election: 'কেন কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম বুঝতে পারছেন! পুলিস তৃণমূল ক্যাডারের মতো কাজ করছে'


এরপরেই শিশুটিকে নিয়ে প্রথমে বিএন বোস হাসপাতাল এবং পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের তরফে জানান হয়েছে যে দিনেরবেলা শিশুতি রোজই ওখানে খেলতে আসে। কে বা কারা ওখানে বোমা রাখল নাকি অন্যা কথাউ থেকে এসেছে ওই বোমা, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিস।


গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। টীটাগড় পুরসভার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। কিছুদিনের মধ্যেই এই অঞ্চলে নির্বাচন থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সাধারন মানুষ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)