নিজস্ব প্রতিবেদন: পূর্ব বর্ধমানের মাধবডিহিতে শুট আউট। দুষ্কৃতিদের গুলিতে খুন ব্যবসায়ি। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হামলা হয় হামিদ আলি খানের উপরে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত দশটার পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে তাঁকে ঘিরে ধরে তিন দুষ্কৃতি। সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। হামিদ বাধা দেওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় দুষ্কৃতিদের। সেই সময়ে তাঁকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। হামিদের কোমরে গুলি লাগে। সেই সময়ে তার বাগ ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। 


আরও পড়ুন: Rape and Murder: ধর্ষণ করে খুন? পরিত্যক্ত হোটেলে উদ্ধার বস্তাবন্দি নাবালিকার দেহ!


আরও পড়ুন: BJP Candidate Controversy: পুরভোটের আগেই শহর ছয়লাপ বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রীর 'আপত্তিকর' ছবিতে, কী বলছে দম্পতি?


হামিদের একটি কাপড়ের দোকান এবং একটি লটারির টিকিটের দোকান আছে। পুলিসের ধারণা হামিদের ব্যাগে টাকা রয়েছে এমন অনুমান করেই হামলা চালায় দুষ্কৃতীরা। মাধবডিহি সহ সব থানা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।