East Burdwan Murder: বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের চেষ্টা, `বাধা` দিতেই মর্মান্তিক পরিণতি ব্যবসায়ীর
সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা
নিজস্ব প্রতিবেদন: পূর্ব বর্ধমানের মাধবডিহিতে শুট আউট। দুষ্কৃতিদের গুলিতে খুন ব্যবসায়ি। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হামলা হয় হামিদ আলি খানের উপরে।
রাত দশটার পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে তাঁকে ঘিরে ধরে তিন দুষ্কৃতি। সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। হামিদ বাধা দেওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় দুষ্কৃতিদের। সেই সময়ে তাঁকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। হামিদের কোমরে গুলি লাগে। সেই সময়ে তার বাগ ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা।
আরও পড়ুন: Rape and Murder: ধর্ষণ করে খুন? পরিত্যক্ত হোটেলে উদ্ধার বস্তাবন্দি নাবালিকার দেহ!
হামিদের একটি কাপড়ের দোকান এবং একটি লটারির টিকিটের দোকান আছে। পুলিসের ধারণা হামিদের ব্যাগে টাকা রয়েছে এমন অনুমান করেই হামলা চালায় দুষ্কৃতীরা। মাধবডিহি সহ সব থানা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।