নিজস্ব প্রতিবেদন: বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, কেরলের ওনাম উৎসবের পর যে অবস্থা হয়েছে সেখানকার, এখানেও দুর্গাপুজো সেইভাবে পালিত হলে করোনা সংক্রমণ বাড়বে। এই প্রসঙ্গে মহারাষ্ট্রে গণেশ পুজো উৎসব এবং মহরম উৎসব অনুমতি দেওয়া হয়নি বলেও জানানো হয় মামলায়। তাই এখানে দুর্গাপুজো বন্ধের আবেদন সম্ভবত মামলাটি কাল উঠবে হাইকোর্টে। মামলাকারীর নাম অজয় কুমার দে। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'সচেতনতার দায় আমাদেরই', সোশ্যাল চাপে মা-কে মেডিক্যালে আনা হল না জুনিয়র চিকিৎসকদের


পুজো যত এগিয়ে আসছে, ততই যেন চওড়া হচ্ছে করোনার থাবা। সম্প্রতি আক্রান্ত ও মৃতের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে পুজোর পর বড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাংলায় সুস্থতার হার বাড়লেও রাজ্যে সংক্রমণের রেকর্ড অব্যহত। এখনই যদি এমন হয়, তাহলে পুজোর পর পরিস্থিতি কী হবে, উদ্বিগ্ন চিকিত্‍সক মহল। তাই পুজোর আনন্দে গা ভাসানোর আগে সকলেরই ভাবা দরকার বলেই মনে করছেন একাংশ।