নিজস্ব প্রতিবেদন: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। সোমবার ঘটনাটি  ঘটেছে  বর্ধমান শহরের রসিকপুরে। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি আরেকজন। ভোটের মুখে এই ঘটনায় নতুন করে উত্তজনা ছড়িয়েছে বর্ধমানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফের বর্ধমানে বোমা বিস্ফোরণ। বোমাকে বল ভেবে  খেলতে গিয়ে মারা গিয়েছে শেখ আফরোজ নামে ওই শিশু। জানা গিয়েছে, সোমবার সকালে বর্ধমান শহরের রসিকপুর এলাকায় পাঁচ বছরের আফরোজ এবং শেখ আব্রাহাম খেলছিল। 


আরও পড়ুন: WB assembly election 2021: প্রার্থী নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসকর্মী; দল জানাল প্রার্থীবাছাই নিয়ম মেনেই


হঠাত্ই বলের মতো গোলাকার বোমা পড়ে থাকতে দেখে সেটাকে বল ভেবে খেলতে যায় তারা। তখনই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় আফরোজ এবং আব্রাহামকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণ পর মৃত্যু হয় আফরোজের।