নিজস্ব প্রতিবেদন: রক্ষকই ভক্ষক! মদ্যপ অবস্থা রাস্তায় এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ। এমনকী, জোর করে ছিনিয়ে নেওয়া হল টাকাও! কাঠগড়ায় এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে করোনা গ্রাফ আপাতত কিছুটা নিম্নগামী। তবে, বিধিনিষেধের কড়াকড়ি বহাল রয়েছে এখনও। কার্যত লকডাউন চলছে। সকালে নির্দিষ্ট সময়ে খুলছে দোকানপাঠ।  জানা দিয়েছে, আক্রান্তের বৃদ্ধের নাম সমীর বর্মন। গতকাল অর্থাত্‍ শুক্রবার রাতে প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। গিয়েছিলেন হাওড়া ময়দান এলাকা। তখন সেখান ডিউটি করছিলেন সুরজিত্‍ দে নামে এক সিভিক ভলান্টিয়ার। 


আরও পড়ুন: Vaccine-ই পাননি, চলে এল সার্টিফিকেট, চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরের গৃহবধূর


তারপর? অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। মদ কেনার জন্য যখন টাকা চান, তখন দিতে অস্বীকার করেন সমীর। এরপরই তাঁর চড়াও হয়ে বেধড়র মারধর করেন সিভিক ভলান্টিয়ার সুরজিত্‍ দে ও তাঁর দুই সঙ্গী। এমনকী, টাকা ছিনিয়ে নেওয়া হয়! গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ভর্তি কলকাতার হাসপাতালে। অভিযোগ দায়েক করা হয়েছে থানায়। অভিযুক্ত এখনও অধরা।  


আরও পড়ুন:মদ্যপান করা নিয়ে অশান্তি! মালবাজারে স্ত্রীকে 'শ্বাসরোধ করে খুন' স্বামীর


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)