নিজস্ব প্রতিবেদন: সরস্বতী পুজোয় চাঁদার জুলুম,গা-জোয়ারি। চাঁদা দিতে রাজি না হওয়ায় গলায় দড়ির ফাঁস দিয়ে আক্রমণ। ঘটনায় গুরুতর জখম দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সিউড়ির চাঁদনিপাড়ার। পর পর দুদিন একই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নদীর ধার থেকে উদ্ধার জোরা মহিলার লাশ, চাঞ্চল্য কুলতলিতে


গতকাল সন্ধেয় টিউশন সেরে শিক্ষিকার স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র স্বপ্ননীল চৌধুরী। অভিযোগ, সেই সময়ই দড়ি দিয়ে রাস্তা আটকে দাঁড়ান এক মহিলা সহ-কয়েকজন। চাঁদা দিতে অস্বীকার করাতেই খুদে পড়ুয়ার গলায় দড়ি জড়িয়ে দেওয়া হয়। শিক্ষিকা স্কুটি স্টার্ট দিতেই দড়ির ফাঁসে ক্ষুদে পড়ুয়ার গলা চেপে বসে। তাতেই পড়ুয়া গুরুতর জখম হয়। বুধবারও এই ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রীও একইভাবে গুরুতর জখম হয়। দুই পড়ুয়ার অভিভাবকই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।


আরও পড়ুন: সুভাষ তুমি কার? বিরাট দেশপ্রেমিক প্রমাণে দিনভর চেষ্টায় বিজেপি, তৃণমূল ও সিপিএম