WB Panchayat Election 2023: ফের মৃত্যু গোয়ালপোখরে, এবার প্রাণ গেল কংগ্রেস কর্মীর...
জেলায় জেলায় সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোট। সঙ্গে প্রাণহানিও।
ভবানন্দ সিংহ: রাজ্যে পঞ্চায়েত ভোটের আরও ১। রাজনৈতিক সংঘর্ষে এবার প্রাণ গেল এক কংগ্রেস কর্মীর। ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের সেই গোয়ালপোখর।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: কে কাকে গুলি করে মারবে, কে তার গ্যারান্টি দেবে: কমিশন
পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস! জেলায় জেলায় সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোট। সঙ্গে প্রাণহানিও।
তখনও ভোটগ্রহণ চলছে। গোয়ালপোখর ২ (চাকুলিয়া)-র বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা ১০ নম্বর বুথে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন তৃণমূল কর্মী। নিহতের নাম মহম্মদ শাহেনশা। নিহত বিদায়ী তৃণমূল প্রধানের স্বামী।
জানা গিয়েছে, নিহত কংগ্রেস কর্মীর নাম জামিরুদ্দিন মহম্মদ। গোয়ালপখোর ১ নম্বর ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা ছিলেন তিনি।
এদিকে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে টানাপোড়েন তুঙ্গে ছিল। আটশো কোম্পানী বাহিনী দেওয়া হবে বলা হলেও শেষপর্যন্ত পুরো বাহিনী আসেনি। কিন্তু সে সংখ্যক বাহিনী এসেছে তা মোতায়েন নিয়েও ক্ষুব্ধ বিএসএফ। বাহিনী মোতায়েন নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিনকে চিঠি লিখছেন বিএসএফের আইজি। চিঠিতে তিনি লিখেছেন, 'শুক্রবার রাতে থেকে বাহিনী বসে ছিল। উত্তেজনাপ্রবণ জেলায় বাহিনী ছিল না। ইচ্ছে করেই কি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়নি'?
আরও পড়ুন: WB Panchayat Election 2023: ২০ বছর ধরে সযত্নে লালিত, সন্ত্রাসের ভোট বাজারে হিট 'গুঁফোদা'!