নিজস্ব প্রতিবেদন: মাতৃহীন এক বিড়ালছানা। ক্ষুধার্ত। খিদের চোটে চিঁচিঁ করছে। সেই বিড়ালবাচ্চাটিকে অবলীলায় স্তন্যপান করাল এক মা-কুকুর। এক পথকুকুরের এই মাতৃভাবের ভিডিও দ্রুত ভাইরাল। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের বড়াই বাজারের ঘটনা এটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়রা মুগ্ধ হয়ে জানাচ্ছেন, প্রকৃতি (nature) তার নিজস্ব নিয়মেই চলে। সেই নিয়মকে বুঝতে-বুঝতেই এগিয়ে চলে মানবসভ্যতা (human civilization)। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময়ই মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বেড়ালছানাকে (kitten) কুকুরের (dog) লালন করা। বড়াই বাজারে তোলা ওই ঘটনার ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিড়াল বাচ্চাকে স্তন্যপান করাচ্ছে একটি কুকুর। এই দৃশ্য দেখে খুশিতে ফেটে পড়েছে এলাকার মানুষজন।


Also Read: তারকেশ্বর-ডিমাপুর কিসান স্পেশাল ট্রেন এবার প্রতি সপ্তাহেই


বড়াই এলাকার বাসিন্দা স্বপন নন্দী বলেন, 'বড়াই বাজারে ওই বিড়াল বাচ্চাটি রয়েছে। ওর মা বেশ কিছুদিন আগে মারা গিয়েছে। তারপর থেকে আমরা লক্ষ্য করছি, একটি মা-কুকুর ওই বিড়াল বাচ্চাটিকে তার নিজের বাচ্চার মতো করে লালন-পালন করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাকে ৩-৪ বার স্তন্যপানও করাচ্ছে কুকুরটি। আমরাই দৃশ্যটি ভিডিও করে রাখি।'


Also Read: সবুজকলি-প্রশ্নে আদালতে ধাক্কা বিশ্বভারতীর