পোষ্যের কামড় খেয়ে তড়িঘড়ি হাসপাতালে রণবীর কাপুর

অগত্যা, তড়িঘড়ি হাসপাতালে দৌড়তে হয়েছে রণবীরকে...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 15, 2020, 04:22 PM IST
পোষ্যের কামড় খেয়ে তড়িঘড়ি হাসপাতালে রণবীর কাপুর

নিজস্ব প্রতিবেদন : রণবীর কাপুরের বাড়িতেই রয়েছে দুখানা পোষা কুকুর। আর অভিনেতাকে নাকি সেই পোষ্যেরই কামড় খেতে হয়েছে। তাও আবার মুখে। অগত্যা, হাসপাতালে দৌড়তে হয়েছে রণবীরকে।

প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকালেই নাকি রণবীরকে কুকুরের কামড় খেতে হয়। লকডাউনের মধ্যেই মুখের ক্ষত সারাতে ব্যস্ত হয়ে পড়েন রণবীর। তবে, ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে, তিনি তাই চুপিচুপিই ডাক্তারের কাছে গিয়েছিলেন। তা সত্ত্বেও বিষয়টি কিছু লোকজনের নজরে আসে। অনেকে মনে করেছিলেন COVID-19 টেস্ট করাতেই ঋষি পুত্র হাসপাতালে গিয়েছেন। পরে জানা যায়, তিনি আদপে কুকুরের কামড় খেয়েছেন। পোষ্যকে আদর করতে গিয়েই নাকি এই বিপত্তি।

আরও পড়ুন-'চলতা ফিরতা কম্পিউটার' গণিতবিদ 'শকুন্তলা দেবী'র সঙ্গে আলাপ করালো ছবির ট্রেলার

প্রসঙ্গত, সম্প্রতি রণবীর কাপুরকে তাঁর মা নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল। নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়াতেও উঠে আসে। সেই সেলিব্রেশনে রণবীর, ঋদ্ধিমা ছাড়াও দেখা গিয়েছিল আলিয়া, করণ জোহর, অগস্ত্য নন্দা সহ আরও বেশ কয়েকজনকে।

আরও পড়ুন-সুশান্ত-সঞ্জনার রোম্যান্সে রঙিন 'দিল বেচার'র গান 'তারে গিন'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

দুদিন আগে রণবীর, নীতু কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবওর ছড়িয়ে পড়ে। তবে সেকথা পুরোটাই ভুল, গুজব বলে স্পষ্ট করেছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।

.