নিজস্ব প্রতিবেদন: শিকেয় করোনাবিধি, খাঁচাবন্দি চিতা বাঘ দেখতে মালবাজারে মানাবাড়ি চা-বাগানে সাধারণ মানুষের ভিড়। বহু চেষ্টার পর চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিকদের চোখেমুখে স্বস্তির ছাপ। চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমাড়া জঙ্গলে ছাড়া হবে বন দফতর সূত্রে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় 'মারধর', শিবপুরে ধুন্ধুমার


জানা গিয়েছে, চিতাবাঘের উৎপাতে চা-বাগানে কাজ করতে ভয় পাচ্ছিলেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও চিতাবাঘটিকে ধরা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে মানাবাড়ি চা-বাগানের ২ নম্বর সেকশনে চিতাবাঘের গর্জন শুনতে পান শ্রমিরা। তাঁরা দেখেন ফাঁদে চিতাবাঘ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা চা-বাগান ম্যানেজার এবং বন দফতরে খবর দেন। চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই চা-বাগানে ভিড় জমতে থাকে। অভিযোগ, করোনাবিধি ভুলে বিনামাস্কেই বাঘ দেখতে সাধারণ মানুষ ভিড় জমান।  


আরও পড়ুন:  প্রথম মন্ত্রী পেল মাল বিধানসভা, করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে চান বুলুচিক


মানাবাড়ি চা-বাগানের ম্যানেজার রাজীব চক্রবর্তী বলেন, "এই চা-বাগানে দীর্ঘদিন ধরে চিতাবাঘের উপদ্রব ছিল।  শ্রমিকরা আতঙ্কের মধ্য়েই কাজ করছিলেন। এরপর বন দফতরকে বলে বাগানে দুটো খাঁচা পাতা হয়। আজ একটি চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্থি।" মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, "এটি একটি সাব অ্যাডাল্ট ফিমেল চিতাবাঘ। ওই বাগানে সম্ভবত আরও চিতাবাঘ রয়েছে। তাই আবারও খাঁচা পাতা হবে।" বন দফতর সূত্রে খবর, খাঁচার মধ্যে দাপাদাপি করার চিতাবাঘটির মাথায় চোট রয়েছে। লাটাগুড়ির এনআইসি-তে তার চিকিৎসা হবে। সুস্থ হলে গরুমাড়া জঙ্গলে ছাড়া হবে।