বীরভূমের গ্রামে হাতির হানা, ধরতে গিয়ে জখম বনকর্মী
হাতিটিকে ইতিমধ্যেই ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছে এবং ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: হাতি তাড়াতে গিয়ে আহত বনকর্মী। বীরভূমের অবিনাশপুরে এই ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বনকর্মীকে।
বাঁকুড়া থেকে দামোদর পার করে বর্ধমান। সেখান থেকে অজয় পার করে গভীর রাতে বীরভূমের পুরনদরপুর এর অবিনাশ গ্রামে চলে আসে দলছুত একটি দাঁতাল হাতি। বনকর্মীরা অক্লান্ত চেষ্টা করে হাতিটিকে ঘুমপাড়ানী গুলি করে কাবু করে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বন কর্মীদের প্রচেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
ঘটনাস্থলে পৌঁছে যান অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল। গ্রামবাসীদের হাতির হাত থেকে বাঁচাতে গিয়ে একজন বনরক্ষী হাতির দ্বারা গুরুতর আহত হয়। বন দপ্তরে একটি গাড়িও আক্রান্ত হয়। আক্রান্ত বনকর্মীকে শুরুতে অবিনাশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাতিটিকে ইতিমধ্যেই ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছে এবং ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীকালে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। হাতিটিকে ধরতে গিয়ে মানুষের সম্পত্তির ক্ষয়কতি হয়েছে বলেও জানা গেছে।