মৌচাক ভেঙ্গে রাস্তায় উড়ছে মৌমাছির দল, প্রাণপণ দৌড় পথচারিদের

স্থানীয় মানুষের তৎপরতায় আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছির দলকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়

Updated By: May 1, 2022, 10:10 AM IST
মৌচাক ভেঙ্গে রাস্তায় উড়ছে মৌমাছির দল, প্রাণপণ দৌড় পথচারিদের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: চাক ভেঙ্গে রাস্তায় মৌমাছি। আতঙ্কে শহরের রাস্তায় বন্ধ হয়ে গেল যাতায়াত।

ঝড়ের জেরে মৌচাক ভেঙ্গে রাস্তায় উড়ছে মৌমাছির দল। আর তার জেরেই প্রায় ঘন্টাখানেক বন্ধ হয়ে গেল রাস্তা দিয়ে যাওয়া আসা।  

বাঁকুড়া শহরের তামলিবাঁধ থেকে মাচানতলা যাওয়ার রাস্তা ঘটেছে এই ঘটনা। একাধিক ব্যাক্তি মৌমাছির কামড়ে আক্রন্ত হওয়ায় আরও বেশী করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

রবিবার সকালে শহরের ব্যস্ততম ওই রাস্তায় সাইকেল, মোটর বাইক, টোটো চালক ও পথচারী যেই ওই রাস্তা দিয়ে গেছেন সকলকেই মৌমাছির কামড় খেতে হয়েছে। আবার অনেককেই কামড় খেয়ে আর মৌমাছির ভয়ে মোটর বাইক, সাইকেল, টোটো ফেলে প্রানপন দৌড়তেও দেখা গেছে। 

আরও পড়ুন: Jalpaiguri: গরম কোথায়! ভরা বৈশাখে সোয়েটার পরে স্কুলে এল পড়ুয়ারা

দীর্ঘ সময় ধরে চলে মানুষ ও মৌমাছির খেলা চলার পরে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছির দলকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.