সন্দীপ ঘোষ চৌধুরী: বিলাসবহুল বাড়িতে চলত মাদকের কারবার! পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিপুল পরিমাণ হেরোইন-সহ গ্রেফতার প্রাক্তন নৌসেনা কর্মী। ধরা পড়েছে তাঁর ৩ সহযোগীও। কোথা থেকে মাদক আনা হত? কোথায় বিক্রি করা হত? এই চক্রের সঙ্গে আর কারা জড়িত? তদন্তে নেমেছে পুলিস ও STF। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা দিয়েছে, কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ গোলাম মুর্শেদ। একসময়ে নৌসেনার চাকরি করতেন। অবসর নেন বছর পাঁচেক আগে। গ্রামে এখন একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন মুর্শেদ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সেই বাড়িতে অভিযান চালায় কাটোয়া থানার পুলিস। আর তাতেই তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা।



আরও পড়ুন: Siliguri: পাড়ার মাঠে পুলিসের প্রশিক্ষণ! শিলিগুড়িতে প্রতারণাচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩


কেন? প্রাক্তন নৌসেনা কর্মী বাড়িতে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ হেরোইন। স্রেফ মহম্মদ গোলাম মুর্শেদ নয়, তাঁর ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের মধ্যে তিন সহযোগীর মধ্যে মিঠুন শেখে বাড়ি কাটোয়ারই আলমপুর। বাকি দু’জন নদিয়ার ককিগঞ্জের বাসিন্দা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)