Purba Midnapore: `নিখোঁজ` গৃহবধূ-সহ শ্বশুর বাড়ির পরিবার, হন্যে পুলিস
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বচ্ছিপুর গ্রামের গৃহবধূ কাশ্মীরা বিবি। সোমবার সকাল থেকে নিখোঁজ। স্থানীয় সূত্রে খবর, গৃহবধূ নিখোঁজের অভিযোগ তোলার পর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে না, গৃহবধূর স্বামী ফরিদ মল্লিক, শাশুড়ি-সহ শ্বশুর বাড়ির লোকদের।
কিরণকুমার মান্না: নিখোঁজ গৃহবধূ। নিখোঁজ শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর খোঁজে বিডিও, ওসি। চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বচ্ছিপুর গ্রামের গৃহবধূ কাশ্মীরা বিবি। সোমবার সকাল থেকে নিখোঁজ। স্থানীয় সূত্রে খবর, গৃহবধূ নিখোঁজের অভিযোগ তোলার পর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে না, গৃহবধূর স্বামী ফরিদ মল্লিক, শাশুড়ি-সহ শ্বশুর বাড়ির লোকদের। এরপরই অভিযোগ নিয়ে ভগবানপুর থানায় হাজির কাশ্মীরা বিবির মা মর্জিনা বিবি। গৃহবধূর শ্বশুর বাড়ি তালাবন্ধ।
গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শ'য়ে শ'য়ে মানুষ হাজির হয় বচ্ছিপুর গ্রামে। সেখানে যায় ভগবানপুর থানার পুলিস, ভগবানপুর ১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল, ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস। তালাবন্ধ বাড়ির ভিতরে গৃহবধূর লাশ রয়েছে কিনা, তা দেখতে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকা হয়। কিন্তু কিছুই মেলেনি। মেয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন গৃহবধূর মা। গৃহবধূ কোথায় গেলেন? শ্বশুর বাড়ির লোকজন কোথায় গেলেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে ভগবানপুর থানার পুলিস।