নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এক জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম বাপি সর্দার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক-সহ এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 


অধঃস্তন মহিলা কর্মীকে দিয়ে পা টেপানো, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেলের সাব-ইন্সপেক্টর
পুলিশ জানিয়েছে, ক্যানিং শ্মশানঘাট জয়দেব পল্লিতে বাপি সর্দারের বাড়ি।  পুলিসের কাছে আগে থেকেই খবর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জয়দেবপল্লিতে বাপি সর্দারের  বাড়িতে হানা দেয় পুলিস।  আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতেনাতে  পাকড়াও করা হয় । তবে কী কারনে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বাড়িতে, তা তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ ।