অধঃস্তন মহিলা কর্মীকে দিয়ে পা টেপানো, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেলের সাব-ইন্সপেক্টর
সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। শনিবার তাঁকে সাসপেন্ডও করা হয়।
নিজস্ব প্রতিবেদন: রেলে কর্মরত অবস্থায় এক মহিলাকে দিয়ে পা টেপানোর অভিযোগে সাসপেন্ড করা হল রেলের সাব-ইন্সপেক্টরকে।
বালুরঘাট স্টেশনে গত শুক্রবার দুপুরে রেলের রেস্ট রুমের ভিতরে সুকুমার অধিকারী নামে রেলের ওই সাব ইন্সপেক্টরের পা এনভিএফ কর্মী নিন্নি সাহা নামে এক মহিলা টিপে দিচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। শনিবার তাঁকে সাসপেন্ডও করা হয়। এই সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীর চাকরী আর মাত্র ৪ বছর ছিল।
দিলীপ ঘোষের কনভয়ে হামলা, আজ কমিশনে বিজেপির প্রতিনিধিদল
এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার গতিবিধি ভালো নয় বলে অভিযোগ। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ।
এদিন ভিডিওটি তুলেছেন বরুনচন্দ্র মণ্ডল নামে এক এএসআই।
রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার বলেন, ''এই স্টেশন চত্বরে আমাদের কোন ঘর নেই, আমাদের রেলের বিভিন্ন পুলিশ আধিকারিকরা থাকেন ওই ঘরে। সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি-তে ক্লোজ করা হয়েছে। আমার কাছে এই বিষয়ে কোন চিঠি আসে নি।''