নিজস্ব প্রতিবেদন:  জমি লিখে না দেওয়ায় বাঁশ দিয়ে বাবার মাথা ফাটাল ছেলে-বউমা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যানিংয়ের পাঙ্গাস খালি এলাকার বাসিন্দা রুস্তম সর্দারের পাঁচ ছেলে। বড় ছেলে সহরুদ্দিন সর্দার জোর করে জমি নিজের নামে লিখিয়ে নিতে চাইতেন। তাতে মদত ছিল সহরুদ্দিনের স্ত্রীয়েরও। এই নিয়ে বাবার ওপর অত্যাচার করতেন ছেলে-বউমা। প্রায় দিনই জমি নিয়ে ওই পরিবারের অশান্তি লাগত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।


আরও পড়ুন: তিন ছেলের বিয়ে দিয়েছেন, ঘরে নাতি রয়েছে, বৌমারা ঘরে গিয়ে শাশুড়িকে যে অবস্থায় দেখলেন...


মঙ্গলবার রাতেও কাজ থেকে ফিরে ফের বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন সহরুদ্দিন। রুস্তম না মানায় উঠোন থেকে বাঁশ নিয়ে এসে  তাঁর মাথায় মারেন সহরুদ্দিন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রুস্তম। তাঁর চিত্কারেই স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।


আরও পড়ুন:  দশ বছর পর গর্ভে সন্তান এসেছে, সুখবরে বীরভূমের দেহাতি স্বামী প্রকাশ্যেই স্ত্রীর সঙ্গে যা করলেন...


মি লিখে না দেওয়ার বাশ দিয়ে বাবার মাথায় মারলো বড় ছেলে ও বৌমা। আহত বাবা রুস্তম সরদার ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি।  ছেলের কঠোর শাস্তির দাবি তুলেছেন সহরুদ্দিনের মা। সহরুদ্দিন ও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।