নিজস্ব প্রতিবেদন: দাম্পত্য কলহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। স্ত্রীর মৃত্যু হয়েছে ভেবে ভয়ে আত্মঘাতী স্বামী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের উত্তর ভিমনগর এলাকায়। মৃতের নাম স্বপন দেবনাথ (৪৮)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




স্বপন কুটিরশিল্পের কাজ করতেন। কাজের সূত্রেই স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভিমনগর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন স্বপন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। রবিবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়। দুজনের চিত্কারও শুনতে পান তাঁরা। কিন্তু রোজকার ঘটনা ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি তাঁরা। 


আজই অভিযোগ শোনা হবে, নির্বাচন কমিশনের আশ্বাসে উঠল জগদ্দলে বিজেপির রেল অবরোধ
সোমবার সকালে বাড়ির পাশেই স্বপনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘরে তাঁর স্ত্রীকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় কাতরাচ্ছেন তিনি। হাসপাতালে যাওয়ার পথে তিনিই জানান, অশান্তি চলাকালীন স্বপনই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।