নিজস্ব প্রতিবেদন:  নদিয়ার পলাশিপাড়া শুটআউট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিভাস বিশ্বাস ।পুলিস সুপার রূপেশ কুমার জানিয়েছেন,  বিভাসকে গতকাল রাত সাড়ে দশটায় বিজয়নগর থেকে গ্রেফতার করে পুলিস। জেরায় খুনের কথা স্বীকার করেছেন বিভাস বিশ্বাস। সোমবার তাঁকে তেহট্ট মহকুমা আদালতে  পেশ করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিমান উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতা বিমানবন্দরে ধৃত যুবক


নিজের বন্ধু সুভাষ বিশ্বাসের সঙ্গেই বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। একথা জেনে গিয়েছিলেন প্রাক্তন সিআরপিএফ জওয়ান বিভাস বিশ্বাস। স্ত্রীকে একাধিকবার সাবধান করেছিলেন। সাবধান করেছিলেন বন্ধু সুভাষকেও। কিন্তু মেলামেশা বন্ধ করেননি তাঁরা। এই নিয়ে স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত বিভাসের।


আরও পড়ুন: নিউটাউনে ঘরে আইনজীবীর নিথর দেহ, বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ!


ইদানীং সম্পর্কের আরও অবনতি হয় বলে জানান প্রতিবেশীরা। কিন্তু জল যে এত দূর গড়াবে, তা ভাবতেও পারেননি কেউ। কিছুদিন আগেই সুভাষের সঙ্গে বচসা হয় বিভাসের। রবিবার সকালে রাস্তায় সুভাষের সঙ্গে দেখা হয় বিভাসের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কোনও কথা না বলেই সুভাষ চলে যাচ্ছিলেন। তখনই পকেট থেকে বন্দুক বার করে গুলি করেন বিভাস।