Andaman Minor Girl Kidnap: প্রায় ২ মাস `নিখোঁজ` মেয়ে! সুদূর আন্দামান থেকে উদ্ধার জগাছার নাবালিকা, গ্রেফতার ১ যুবক
জানা গিয়েছে, গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। জগাছা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আন্দামান থেকে এক নাবালিকাকে উদ্ধার করল জগাছ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম গুরুপদ মাইতি, বয়স ২২।
রবিবার দু'জনকে বিমানে করে আন্দামান থেকে কলকাতায় নিয়ে ফেরে পুলিস। জানা গিয়েছে, গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। জগাছা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। হন্যে হয়ে নাবালিকার খোঁজ শুরু করে পুলিস।
এরপর মোবাইলের সূত্র ধরে নাবালিকার খোঁজ পায় পুলিস। সেই মতো সুদূর আন্দামানে পাড়ি দেয় জগাছা থানার পুলিসের একটা দল। এরপর আন্দামানের পাহারগাঁও থানা এলাকা থেকে গুরুপদ মাইতি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, ধৃত পূর্ব মেদিনীপুরের বিষ্ণুপুরের বাসিন্দা। ধৃতকে রবিবার হাওড়া আদালতে পেশ করা হয়।