নিজস্ব প্রতিবেদন: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, শুক্রবার রাতে তুফানগঞ্জের ছাট জায়গির চিলাখানায় নাবালিকার মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যায় অভিযুক্ত কাজিদুল মিঁয়া। এরপর শনিবার অভিযুক্ত ওই নাবালিকাকে ধর্ষণ করে। পাশাপাশি আরও তিনজন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। 


জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে বিহারের পূর্ণিয়ার একটি ইটভাটায় কাজে গিয়েছিল ওই নাবালিকা। সেখানেই অভিযুক্তের সঙ্গে ওই নাবালিকার পরিচয় হয়। এরপর কাজিদুল মিঁয়ার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, মেয়েটিকে নিয়ে পালিয়েও যায় সে। পরবর্তীকালে মেয়েরটির খোঁজ পায় পরিবার। মেয়েটিকে উদ্ধার করা হয়। কিন্তু শুক্রবার ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে, শনিবার ধর্ষণ করে কাজিদুল। আরও তিনজন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।


রবিবার রাতে তুফানগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে যায় অভিযুক্তরা। মেয়েটি কোনওভাবে তার বাড়িতে খবর দেয়। এরপর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে। ইতিমধ্যে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।