চম্পক দত্ত: চিকিৎসায় গাফিলতি? মন্ত্রীর পা ধরে শেষরক্ষা হল না! নাবালিকার মৃত্যুর পর, চিকিৎসকদের শাস্তির দাবি তুললেন পরিবারের লোকেরা। উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Bankura: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়কের, নাক ভাঙ্গার হুমকি বিডিওকে


ঘটনাটি ঠিক কী? মেদিনীপুর শহর লাগোয়া  কলগাং এলাকার বাসিন্দা  রিঙ্কু রায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর মেয়েকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিবারের দাবি, ঘড়িতে তখন ১১টা। সেদিন রাতেই টেস্ট না করে ওই তরুণীর অপারেশন করা হয়। এরপর শনিবার সকালে ফের অপারেশন। রক্তরক্ষণ বন্ধ হচ্ছিল না ওই তরুণীর। শেষে যখন শারীরিক অবস্থায় অবনতি হতে শুরু করে, তখন তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে!


আজ, রবিবার হাসপাতালে এসেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর কাছে মেয়েকে সুস্থ করে দেওয়ার আর্জি জানান পরিবারের লোকেরা। মন্ত্রীর পায়ে পড়ে যান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। পুলিস মোতায়েন করা হয়। 


এদিকে রোগী তখন ভেন্টিলেশনে। এতটাই রক্তক্ষরণ হয়েছে যে, ১২ বোতল রক্ত দিতে হয় তাঁকে। কিন্তু তাও বাঁচানো গেল না! রাত ৯টা নাগাদ পরিবারকে মৃত্য়ুসংবাদ জানানো হয় হাসপাতালের তরফে। পরিবারের লোকেদের অবশ্য দাবি, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছিল অনেক আগেই। সেই খবর জানানো হল রাতে!


আরও পড়ুন: Malbazar: নকশালে ভিড়! শীত পড়তেই রবিবারে পিকনিকে মাতল পাহাড়...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)